২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬

লায়ন্স ক্লাবের উদ্যোগে রূপগঞ্জে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

লায়ন্স ক্লাবের উদ্যোগে রূপগঞ্জে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর এলাকায় দিনব্যাপী সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রূপগঞ্জের গন্ধবপুর তেতুলতলা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রায় এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।

দিনব্যাপী এই সেবামূলক আয়োজনে দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানি রোগী বাছাই, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ–২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ), প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা (পিএমজেএফ), সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আব্দুল ওহাব, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের পরিচালক লায়ন আনঞ্জুমান আরা আকসির, লায়ন আলি আকবর, লায়ন শাহ আলম, লায়ন অ্যাডভোকেট নুরুল হুদা এবং ক্লাবের সদ্য সাবেক সভাপতি আশরাফুল আলম সিরাজী রাসেল।

এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের ক্লাব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়, সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন, প্রথম জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. বিল্লাল হোসেন, দ্বিতীয় জয়েন্ট সেক্রেটারি লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসানসহ অন্যান্য ক্লাব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়