২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৩, ২৭ জানুয়ারি ২০২৬

ভোটার সচেতনতা বাড়াতে সুজনের উদ্যোগে পথনাটক

ভোটার সচেতনতা বাড়াতে সুজনের উদ্যোগে পথনাটক

ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পথনাটক পরিবেশন করেছে সুন্দরবন থিয়েটার। নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে সচেতনতা তৈরিতে এ কার্যক্রম আয়োজন করে সুজন (সুশাসনের জন্য নাগরিক)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুজনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাষাড়া শহীদ মিনার, জেলা আদালত প্রাঙ্গণ এবং বন্দর খেয়াঘাটে ধারাবাহিকভাবে এ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। পথনাটক শুরুর আগে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেন শিল্পীরা। পরে ভোট প্রদান ও গণভোটের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক পথনাটক মঞ্চস্থ করা হয়।

সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা বলেন, সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সুন্দরবন থিয়েটারের সদস্যরা অত্যন্ত শৈল্পিকভাবে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছেন। মানুষ আগ্রহ নিয়ে নাটকটি দেখছেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন—এটি খুবই ইতিবাচক।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের উচিত সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে জেনে-বুঝে ভোট দেওয়া। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ২৪-এর জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে যেসব প্রত্যাশা তুলে ধরা হয়েছে, তা সমর্থন করলে ‘হ্যাঁ’ এবং না চাইলে ‘না’ ভোট দিতে হবে। পাশাপাশি পছন্দের প্রার্থীকে সাদা ব্যালটে ভোট দেওয়ার বার্তাই আজকের নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।”

সুন্দরবন থিয়েটারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সুজন সারাদেশে এ ধরনের সচেতনতামূলক আয়োজন করছে। আমাদের এই উদ্যোগে সহযোগিতার জন্য সুন্দরবন থিয়েটারের প্রতি আমরা কৃতজ্ঞ।”

পথনাটকে উপস্থিত ছিলেন সুজন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট টিটু, সম্পাদক আশরাফুল ইসলাম আশু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য বিদ্যুৎ, সুজন ও জিল্লুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়