৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৬, ২৯ জানুয়ারি ২০২৬

নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই: বিপ্লব

নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই: বিপ্লব

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বাসদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এস এম কাদির, বাসদ ১২ নম্বর ওয়ার্ডের নেতা সেলিম আলাদ্বীন, বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “সাধারণ মানুষ কখনোই তাদের ন্যায্য অধিকার পায়নি। এই ন্যায্য অধিকার আদায়ের জন্য সংসদে যাওয়ার প্রয়োজন রয়েছে। সে কারণেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই।”

গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
 

সর্বশেষ

জনপ্রিয়