২০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ১৯ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াল বেসরকারি সেবা সংস্থা ঢালী ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী এ সংস্থা সোমবার (১৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করেছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আনিসুজ্জামান জুয়েল, জিনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষানুরাগী মোজাম্মেল হক শিপুসহ অন্যান্য সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী বলেন, “ঢালী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। কদমতলীর শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময়ই পাশে আছি। প্রতিবন্ধী, শিশু এবং বয়স্কদের জন্য এই সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে যেন সমাজের কোন মানুষ অবহেলিত না থাকে।”

মানবিক সমাজ গঠন বিষয়ে শামীম আহমেদ ঢালী বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে। ঢালী ফাউন্ডেশন কেবল শীতার্ত নয়, বরং যেকোনো বিপদগ্রস্থ জনগোষ্ঠীর সেবায় সবসময় সচেষ্ট থাকবে।”

সর্বশেষ

জনপ্রিয়