৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬

‘খুনের রাজনীতির দ্বারা নির্বাচনের বৈতরণী পার হতে পারবে না’

‘খুনের রাজনীতির দ্বারা নির্বাচনের বৈতরণী পার হতে পারবে না’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, “একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষ অপেক্ষা করছে। আগামী ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জনগণ। কিন্তু আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ করছি, একটি মহল এই নির্বাচনকে বানচাল করতে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়ভীতি ও হত্যাকা- শুরু করেছে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নাসিক ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি শেরপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “খুনের রাজনীতির দ্বারা কোনোদিনই নির্বাচনের বৈতরণী পার হতে পারবে না।”

সিরাজুল মামুন আরও বলেন, “অনতিবিলম্বে এসব হত্যাকাণ্ড ও খুনাখুনি বন্ধ করতে হবে। অন্যথায় আপনারা যত আসনই পান না কেন, জনগণ সেখানে ভোট দেবে না। দেশে যে বিচারহীনতার সংস্কৃতি এবং বিচারের নামে বিলম্ব চলছে—এই পুরোনো রাজনীতিকে বাংলার মানুষ আগামী ১২ তারিখে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ।”

পরে আদর্শ স্কুলের সামনে থেকে শুরু করে মাসদাইর বাজার, বোয়ালিয়াখাল, গলাচিপা রেললাইন, প্রেসক্লাব এলাকা, পুরাতন কোর্ট হয়ে কালিরবাজার চারারগুপ পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জামায়াতে ইসলামীর সদর পূর্ব থানা শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, পূর্ব থানা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়