৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৮, ২৯ জানুয়ারি ২০২৬

এনায়েত নগর ইউনিয়নে বাসদ প্রার্থী সেলিম মাহমুদের গণসংযোগ

এনায়েত নগর ইউনিয়নে বাসদ প্রার্থী সেলিম মাহমুদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম মাহমুদ এনায়েত নগর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) তিনি এনায়েত নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাসদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্যসচিব নাসিম হাসান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন, ছাত্র ফ্রন্টের জেলার সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে সেলিম মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রধান সংকটগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, মশার উপদ্রব, ধুলাবালি ও ধোঁয়া। বিগত দিনগুলোতে এই আসনের কোনো সংসদ সদস্যই এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেননি বলে তিনি অভিযোগ করেন। নির্বাচিত হলে এসব সংকট নিরসনই তার প্রধান অগ্রাধিকার হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়ায় জনগণ বারবার প্রতারিত হয়। অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচন যেন অতীতের মতো না হয়, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।”

গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বশেষ

জনপ্রিয়