২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

ধানের শীষের পক্ষে হাসান আহাম্মেদের গণসংযোগ

ধানের শীষের পক্ষে হাসান আহাম্মেদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহাম্মেদ গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শতাধিক নেতাকর্মী নিয়ে নাসিক ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নাঈম, সাধারণ সম্পাদক মো. ফারুক, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, জাকির হোসেন, সাব্বির আহমেদ শহিদ, চিশতি বাপ্পি শিকদার, জাকির হোসেন সেন্টু, খোরশেদ আহমেদ, রনি, শাকিল, মিঠু প্রধান, হামিম ফয়সাল রাসেল, ইউসুফ আহমেদ, জামান প্রমুখ গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়