ডেভিড ঐক্যের প্রতীক ও সাহসের বাতিঘর ছিলেন: স্মরণসভায় বক্তারা
প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ডেভিডের পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করি, তারা গত ২১ বছর ধরে ডেভিডের অভাব হাড়ে হাড়ে টের পাই। তার জাদুময়ী নেতৃত্ব দলের সবাইকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিত।
ডেভিড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, রাতের অন্ধকারে তাকে হত্যা করা হয়েছিল। কোনো ষড়যন্ত্র ছিল কি না তা নিরপেক্ষভাবে দ্রুত তদন্ত করা হলে বিএনপির পরিবার আশ্বস্ত হবে।
স্মরণসভার বিশেষ অতিথি আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার বলেন, ডেভিডকে হারিয়ে বিএনপির একটি বড় সম্পদ নষ্ট হয়েছে। তিনি নেতাকর্মীদের ডেভিডের স্মরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন বলেন, ডেভিড ছিলেন জাতীয়তাবাদী দলের একজন গর্বিত সন্তান। দলকে এগিয়ে নিতে তিনি বহু লড়াই সংগ্রাম করেছেন।
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, মমিনউল্লাহ ডেভিডকে কারা ক্রসফায়ার দিলো—আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের রিভিউ চাই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, ডেভিড নারায়ণগঞ্জে ঐক্যের প্রতীক ও সাহসের বাতিঘর ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, নির্যাতনের মুখেও তিনি কখনো জাতীয়তাবাদী দলকে ভুলে যাননি। কর্মীদের ভাই মনে করে সবসময় আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
স্মরণসভার শেষে মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





































