৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ মেরামতকাজ শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে গ্যাসবিহীন হয়ে পড়ে পুরো শহর। ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসেতুর বোরিংয়ের পাইল গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি পাইপলাইন ফেটে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তিতাস কর্তৃপক্ষ পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েন আবাসিক গ্রাহকরা। রান্না করতে গিয়ে অনেক পরিবারকে সিলিন্ডার, ইন্ডাকশন কিংবা বিভিন্ন বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। বন্ধ হয়ে যায় বেশ কিছু শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমও।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, যেখানে পাইপলাইনের ফাটল ধরে সেটি ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত। এর পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। ঝুঁকির কারণে সর্বোচ্চ সতর্কতা নিয়ে ধাপে ধাপে মেরামত কাজ সম্পন্ন করতে হয়েছে।
মেরামত শেষে মঙ্গলবার ভোর থেকে পুরো এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।





































