২৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ২৫ নভেম্বর ২০২৫

‘দাড়িপাল্লায় ভোট দিলে চাঁদাবাজি ও জুলুম-নির্যাতন বন্ধ হবে’

‘দাড়িপাল্লায় ভোট দিলে চাঁদাবাজি ও জুলুম-নির্যাতন বন্ধ হবে’

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগটি টানবাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে ডাইলপট্টি, সুতারপাড়া, বংশাল রোড, নিমতলা, নিতাইগঞ্জ, বি.কে রোড, আরকে দাস রোড, খোয়ারপট্টি, বি.দাস রোড হয়ে কেরোসিন ঘাট মসজিদে এসে শেষ হয়। পথের দু’পাশে সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আপনারা যদি ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেন, তাহলে সরকারি কোষাগারের টাকা কারও পকেটে যাবে না। চাঁদাবাজি ও জুলুম-নির্যাতন বন্ধ হবে। দেশের অগ্রগতি এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগণ ইসলামী দলকে ভোট দিবে। ইনশাআল্লাহ, কোরআনের আইন চালু হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিগত ১৬-১৭ বছরে মানুষ সঠিকভাবে দ্বীন পালন করতে পারেনি এবং আলেম সমাজ নির্যাতিত হয়েছে। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এজন্য আমাদের সোচ্চার হতে হবে। কোরআনের বিজয় ও ইসলামের বিজয়ের জন্য ভোট দিতে হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাংগঠনিক সদর পূর্ব থানার আমীর মাওলানা মাহাবুবুর রহমান মল্লিক, সদর পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ সারোয়ারুল ইসলাম খান সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়