চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা সদস্যসচিব এস. এম. কাদির এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তাঁরা সতর্ক করেন- বন্দর হস্তান্তর করলে কন্টেইনার চার্জ বাড়া, শ্রমিক অধিকার সংকুচিত হওয়া ও কৌশলগত নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
বক্তারা দাবি করেন, বন্দরের ট্যারিফ বৃদ্ধি ও ইজারা সংক্রান্ত শর্তাবলি প্রকাশ না করে ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি কোম্পানিকে দেওয়া অসঙ্গত ও বিপজ্জনক।
স্থানীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা বলেন, “বন্দর দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড- এটিকে বিদেশিদের হাতে দেওয়া মানে জাতীয় স্বার্থে ক্ষতি।”
মানববন্ধন ও মিছিলে বাসদ নেতারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





































