‘বাংলাদেশের মানুষ চাঁদাবাজ-জালেমের রাজত্ব দেখতে চায় না’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব শহরের ১৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
গণসংযোগের সূচনা হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে মসজিদ (ডিআইটি মসজিদ) থেকে। এরপর তিনি নেতা-কর্মীদের সঙ্গে রেলওয়ে কলোনির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় এলাকাবাসী ও সমর্থকেরা প্রার্থীর সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, যা পুরো এলাকা মুখরিত করে। জনসাধারণের সঙ্গে সেলাম বিনিময় ও আলাপ-পরিচয়ের মাধ্যমে তিনি ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগ শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আগামী দিনে বাংলাদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়। তারই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েছে। এই নারায়ণগঞ্জে অনেক কিছু দেখেছেন মানুষ, কিন্তু প্রকৃত উন্নয়ন চোখে পড়েনি। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ ও জালেমের রাজত্ব দেখতে চায় না।”
গণসংযোগে থানা সহকারী সেক্রেটারি রশায়েদ তমালের নেতৃত্বে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের সদর থানা সভাপতি এরশাদ খান, জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। নেতা-কর্মীরা জনগণের কাছে প্রার্থীর পরিচয় তুলে ধরেন এবং বিভিন্ন লিফলেট বিতরণ করেন।





































