ফতুল্লায় মাদকবিরোধী মানববন্ধনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ‘স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ডিসি অফিসের সামনের সড়কের একাংশও অবরোধ করা হয়।
সংগঠনের নেতারা জানান, ২০ অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মাদক কারবারিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি গোপন তালিকা হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তালিকাটি ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তারা নানা হুমকি, চাঁদাবাজি, এমনকি হামলার আশঙ্কায় রয়েছেন।
মানববন্ধনে সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু বলেন, “আমার জীবন দিয়ে হলেও ফতুল্লা থেকে মাদক নির্মূল করবো।”
তিনি অভিযোগ করেন, “গোপন তথ্য প্রশাসনের কাছে দেওয়ার পর তা কীভাবে বাইরের লোকদের কাছে পৌঁছে গেল, তা তদন্ত করা উচিত। এই ফাঁসের কারণে আমাদের নেতাদের বিরুদ্ধে মাদকচক্র প্রতিশোধমূলক তৎপরতা শুরু করেছে।”
সংগঠনের দাবি, তালিকা ফাঁসের ঘটনায় শুধু প্রশাসনিক গাফিলতি নয়, বরং মাদকচক্রের প্রভাবও রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এই ঘটনায় তদন্ত না হলে ভবিষ্যতে কেউই মাদকবিরোধী তথ্য দিতে সাহস পাবে না।
মানববন্ধনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার এবং তারিক আল-মেহেদী উপস্থিত থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন এবং জানান, “গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
তবে হুমকিদাতা বা তালিকা ফাঁসের ঘটনায় এখনো নির্দিষ্ট কাউকে গ্রেফতারের তথ্য তারা দিতে পারেননি।
মানববন্ধন থেকে সংগঠনটি চারটি দাবি জানায়। দাবিগুলো হলো- আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা। গোপন তালিকা ফাঁসের ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা। হুমকি, চাঁদাবাজি ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।
বিক্ষোভে কয়েক’শ সামাজিক সংগঠন প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মাসুদ আহমেদ রাজ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজসহ আরও অনেকে।





































