ফতুল্লায় জামায়াতের সুধী সমাবেশ ও নতুন অফিস উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) ফতুল্লা কায়েমপুরের ৭নং ওয়ার্ডে সুধী সমাবেশ ও নতুন সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জামায়াত ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে। নতুন কার্যালয়টি কেবল একটি অফিস নয়, এটি হবে স্থানীয়দের জন্য মিলনকেন্দ্র ও সেবামূলক কার্যক্রমের কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম। সমাবেশে স্থানীয় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কার্যালয় উদ্বোধনের পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কায়েমপুর বড় মসজিদের ইমাম ও খতিব আহসান বিন জামাল।
উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানার সহকারী সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমিন, জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান, নাদিম, জসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়ের মাধ্যমে ৭নং ওয়ার্ডে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সাথে দলের সম্পর্ক সুদৃঢ় হবে।