বিএনপিতে কোনো ভাড়াটিয়া বা শিল্পপতির প্রয়োজন নেই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের মাঠের নেতাকর্মীরা যাদের পাশে রয়েছে, তারা নমিনেশন পাবে। বিএনপিতে কোনো ভাড়াটিয়া বা শিল্পপতির প্রয়োজন নেই। আমাদের দল আমরা নিজেরাই নেতৃত্ব দিতে সক্ষম।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক মাহবুব রহমান।
সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ৩ বছরে মহানগর বিএনপিকে সংগঠিত করেছি। প্রতিটি ইউনিট ও পাড়া-মহল্লায় নেতাকর্মীরা বিএনপির পক্ষে জনম তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করছেন। এই ত্যাগী নেতাকর্মীরাই আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করবে। আমরা নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “এক দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তারা ধর্মকে বিক্রি করছে, কিন্তু আমাদের ইসলাম হলো হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা অনুযায়ী। আমরা মৌদুদী ইসলাম প্রতিষ্ঠা হতে দেব না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান সহ মহানগর ও ১৬নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।