০৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:০৭, ৪ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

ওসি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)।

তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়