‘জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন শুক্রবার (১৭ অক্টোবর) সোনারগাঁ উপজেলার সনমানদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকে মিলিত হন।
বৈঠকে সভাপতিত্ব করেন সনমানদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, “সিদ্ধিরগঞ্জের আদমজী জুটমিল বন্ধের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তে স্থাপিত ইপিজেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোনারগাঁও একটি শিল্পাঞ্চল হিসেবে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা রাখে। সেই লক্ষ্যেই আমি স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে পাঁচটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল নদী ও খালের প্রবাহ ঠিক রেখে দেশের কৃষি খাত সমৃদ্ধ করা। আমি সেই লক্ষ্যেই নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাদ্দাম হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ সামসুল ইসলাম, প্রজন্ম দলের নেতা মোহাম্মদ রুবেল, যুবদল নেতা সজিব হোসেন, রবিন হোসেন, আবু সিদ্দিক, শাহাদাতসহ স্থানীয় অন্যান্য দলীয় নেতাকর্মীরা।