কদমরসুল দরগাহ জিয়ারতের মধ্য দিয়ে বাবুলের নির্বাচনী প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ-৫ (বন্দর-ফতুল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু জাফর আহাম্মদ বাবুল বন্দরের নবীগঞ্জের ঐতিহাসিক কদমরসুল দরগাহ শরীফ জিয়ারত ও নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আছর জিয়ারত শেষে তিনি বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী আবু জাফর আহাম্মদ বাবুল বলেন, “আমি নির্বাচিত হলে বন্দরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব। বিশেষ করে পানি, গ্যাস ও চিকিৎসা সেবার সংকট নিরসনে কাজ করব। বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে নবীগঞ্জ-হাজীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আমি তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বন্দরবাসীর প্রাপ্য উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে আমি মাঠে নেমেছি। এই এলাকার প্রতিটি মানুষ যেন নিজেকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের অংশ মনে করে, এটাই আমার লক্ষ্য।”
নির্বাচনী প্রচারণায় বাবুলের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, এবং বন্দর থানা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থক।
গণসংযোগের শুরুর পর নেতাকর্মীরা কদমরসুল দরগাহ থেকে রওনা হয়ে পর্যায়ক্রমে রসূলবাগ, কবিলের মোড়, পৌরসভা মোড়, একরামপুর, খান বাড়ির মোড় ঘুরে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এসে কর্মসূচি শেষ করেন।
এ সময় গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মেজবাউদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদ মেম্বার, বন্দর থানা বিএনপি নেতা জব্বার পাঠান, আব্দুল সাত্তার, মোন্তাসির সজন, সাকিব, পাভেল, আক্তার, আরিফ, মুকুল, শাহআলী, নাহিদ, নাদিম মাহমুদ, মঞ্জু, সালে আহাম্মদ, শিবু, হিরন, রুবেল, রশিদ, লিংকন, যুবদল নেতা তাজুল ইসলাম, নাদিম, তৌহিদ, হাসান, মজিবর, আনোয়ার, পলক, র্নিময়, রহমত উল্লাহ, নাছির, মোক্তার, সাঈদ, ফারুকুল ইসলাম প্রমুখ।