মিরপুরে আগুন: নিহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস.এম. কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, রূপগঞ্জ শাখার সভাপতি মো. সোহেল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, বিসিক শিল্পাঞ্চল শাখার সভাপতি নূর হোসেন সর্দার এবং কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আনোয়ার হোসেন খান।
নেতৃবৃন্দ বলেন, “মিরপুর শিয়ালবাড়িতে আবারও কাঠামোগত শ্রমিক হত্যা সংঘটিত হলো। মালিকের অতি মুনাফার লোভ এবার কেড়ে নিলো ১৬ জন পরিশ্রমী শ্রমিকের জীবন। আলম ট্রেডার্স নামের অনুমোদনহীন কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর পাশের ভবনের প্রিন্টিং ও গার্মেন্টস কারখানায় আগুন ধরে যায়। কারখানাগুলোতে ছিল না কোনো সেফটি ব্যবস্থা, এমনকি ছাদেও ছিল তালা।”
বক্তারা আরও বলেন, সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থাকলেও কার্যকর নজরদারি নেই। তাই একের পর এক শ্রমিক হত্যা ও অগ্নিকা- ঘটছে, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না।
তারা আলম ট্রেডার্স, স্মার্ট প্রিন্টিং ও আরএন গার্মেন্টসের মালিকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
একইসঙ্গে তারা আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।