১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ১৭ অক্টোবর ২০২৫

ডেঙ্গু মোকাবিলায় খোরশেদের ফ্রি টেলিমেডিসিন সেবা চালু

ডেঙ্গু মোকাবিলায় খোরশেদের ফ্রি টেলিমেডিসিন সেবা চালু

ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্য সেবায় সহায়তার জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর বিএনপির নেতা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ টেলিমেডিসিন সেবা চলমান থাকবে।

খোরশেদ বলেন, “আমাদের সামর্থ্য সীমিত হলেও, আমরা সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকতে চাই। ডেঙ্গু হোক বা অন্য কোনো দুর্যোগ, জনগণের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, খোরশেদ এর আগে করোনা মহামারিকালে শহরে স্বেচ্ছাসেবী চিকিৎসা ও লাশ দাফন সেবা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়