২৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:০৭, ২৫ আগস্ট ২০২৫

ফুলবাড়ি দিবস উপলক্ষে তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচি ঘোষণা

ফুলবাড়ি দিবস উপলক্ষে তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচি ঘোষণা

২০০৬ সালের ফুলবাড়ি ট্র্যাজেডির স্মরণে আগামীকাল ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল পৌনে পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (২৫ আগস্ট) সংগঠনটির জেলা সদস্য সচিব ধীমান সাহা জুয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ি কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য তৎকালীন সরকারের সাথে ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির করা চুক্তি ছিল আত্মঘাতী। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী উত্তোলিত কয়লার ৯৪ শতাংশ পেত কোম্পানি, আর বাংলাদেশ পেত মাত্র ৬ শতাংশ। এতে স্থানীয় জনজীবন, কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়তো।

২০০৬ সালের ২৬ আগস্ট ওই অবিচার ও অসম চুক্তির বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম (২০), স্থানীয় কিশোর আমিন (১৫) ও সালেকিন (১৭) প্রাণ হারান, আহত হন দুই শতাধিক মানুষ। পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে সরকার কয়লা উত্তোলন বন্ধ করে ফুলবাড়িবাসীর সাথে ৬ দফা চুক্তি স্বাক্ষর করে।

জাতীয় কমিটি জানায়, ফুলবাড়ি দিবস দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষার আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত। নিহতদের স্মরণে নারায়ণগঞ্জে এ কর্মসূচি পালন করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়