বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন

নারায়ণগঞ্জের বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্যবান্ধব কমিটির উপস্থিতিতে এ লটারি সম্পন্ন হয়।
লটারিতে ৩৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩৪ জনকে বৈধ আবেদনকারী ধরা হয়। এর মধ্যে পাঁচ ইউনিয়নের জন্য ১১ জন ডিলার নির্বাচিত হন।
নির্বাচিত ডিলাররা হলেন ধামগড় ইউনিয়নের গোকুলদাশের বাগ এলাকার সোলেমান মোল্লার ছেলে জজ মিয়া মোল্লা। ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার মৃত সাবেদ খন্দকারের ছেলে জাহিদ খন্দকার। কলাগাছিয়া ইউনিয়নের মাদবপাশা এলাকার আশ্রাফুজ্জামানের ছেলে আনিছুজ্জামান রনি। কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী সাবদী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে দিদার হোসেন। কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা মদনগঞ্জ এলাকার নেয়ামত আলীর ছেলে আব্দুস সালাম। বন্দর ইউনিয়নের পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে সাজিকুল ইসলাম মোল্লা। বন্দর ইউনিয়নের বাগবাড়ি এলাকার রমজানের ছেলে মো. শাওন। মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকার আলী হোসেনের ছেলে শিহাব উদ্দিন। মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান। মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম। মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে জসীম উদ্দিন।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, ভারপ্রাপ্ত কৃষি অফিসার নুরে কাউছার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মুশফিকুর রহমান।