২৫ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৪২, ২৩ আগস্ট ২০২৫

নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিশাল জয় লাভ করায় নবনির্বাচিত প্যানেল নিট ঐক্য ফোরামের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে নবনির্বাচিত সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে এ বিজয় মিছিল বের করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর প্রধান সড়ক, ১নং ও ২নং গলি ও শিল্পপার্কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি ঘটে।

বিজয় মিছিলে অংশ নেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাবেক পরিচালক নির্মল চন্দ্র রায়, সাবেক পরিচালক মজিবুর রহমান, সাবেক পরিচালক আলী রেজাসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়