২৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৩, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৮, ২৫ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ বার নির্বাচন: সবুজ প্যানেলের পরিচিতি সভা

নারায়ণগঞ্জ বার নির্বাচন: সবুজ প্যানেলের পরিচিতি সভা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের বার্ষিক নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এড. জসিম উদ্দিন সরকার বলেন, নির্বাহী বিভাগ থেকে আইন বিভাগকে পৃথক করতে হবে। হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। কাজ হয়নি যা ৩৬ জুলাই বড় প্রমাণ। আমরা যখন রক্ত দিতে শিখেছি ন্যায় বিচারের স্বার্থে আবার রক্ত দিবো। আমার আশা আপনারা সবুজ প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এসময় তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এড. এ. হাফিজ মোল্লাহ্ বলেন, আমাদের চালচলনের কারণে অন্যান্য পেশার মানুষ আমাদের অনুসরণ করে। কিন্তু আমাদের ভাইদের পক্ষ থেকে যে আচার-আচরণ পাচ্ছি তা শোভনীয় নয়। বার কাউন্সিলে ফান্ড বৃদ্ধি করার জন্য নারায়ণগঞ্জ থেকে আন্দোলনের সূচনা হবে। আমরা আইনজীবীদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি যা আমাদের ইশতেহার অনুযায়ী সম্পন্ন করবো। 

সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া বলেন, দীর্ঘদিন নারায়ণগঞ্জে আইনজীবীদের ভোটের অধিকার ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতার কারণেই আমরা নির্বাচনের শেষ পর্যন্ত আছি এবং থাকবো। এই সবুজ প্যানেল ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই আজকে নির্বাচন হচ্ছে। আশা করেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। কিন্তু ইতোমধ্যে আমাদের মতো শান্তিপূর্ণ ১৭টি পদের লোকজনদের উপর জুলুম করে আসছে। আমাদের প্রার্থী ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। যাদের কাছে ভোট চাচ্ছি তাদের টেলিফোন করে হুমকি দেওয়া হচ্ছে।

পরিচিত সভায় সবুজ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এড. আব্দুস সামাদ মোল্লা’র সভাপতিত্বে ও এড. শাহাদাৎ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ.বি.এম সিরাজুল মামুন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এড. মো. আবদুল মতিন মন্ডল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ অন্যান্যরা।

সর্বশেষ

জনপ্রিয়