২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪২, ২০ আগস্ট ২০২৫

বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ যাত্রী অধিকার ফোরামের

বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ যাত্রী অধিকার ফোরামের

নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি করার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। ৫০ টাকা থেকে ৫৫ টাকা ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম।

সংগঠনটির নেতা-কর্মীরা বলছেন, এই সময়ের মধ্যে কোনো ধরনের তেল-ডিজেলের দাম বাড়ানো হয়নি। এমনকি সরকারিভাবে ভাড়া বৃদ্ধি করার কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি। জেলা প্রশাসকের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তারা বিস্ময় প্রকাশ করেছেন এবং তারা বলছেন, এই সিদ্ধান্তে মালিকদের স্বার্থ রক্ষা করা হয়েছে।

ভাড়া বাড়ানোর ব্যাপারে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়ে বলেন, জেলা প্রশাসকের যেই ভূমিকা তা আমরা ন্যক্কারজনক মনে করি। আমরা কয়েক মাস আগে জেলা প্রশাসককে চিঠি দিয়েছিলাম এসি বাসের ভাড়া কমানোর জন্য, যখন ভারা ৭০ থেকে ৮০ করল তখন। সে এটাকে কোনও গুরুত্ব দিল না, আর বাস মালিকরা যখন পরশুদিন তাঁকে চিঠি দিয়ে বললো ভাড়া বাড়াতে হবে, তিনি জরুরি ভিত্তিতে সবাইকে ডেকে নিয়ে ৫ টাকা ভাড়া বাড়ায় দিলো। এই ভূমিকটা জনবিরোধী এবং বাস মালিকদের স্বার্থ রক্ষার জন্য। তার এই ভূমিকার আমরা নিন্দা জানাই। পাশাপাশি যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি।

গত বছরের নভেম্বরে ভাড়া বাড়ানোর প্রতিবাদে যাত্রী অধিকারের আন্দোলনের মুখে পড়ে বাস মালিকরা ভাড়া কমিয়েছিল। এইবারও যাত্রী অধিকার ফোরামের এমন কোনো কর্মসূচির পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, আমরা এই বিষয়ে এখনো কোন আলোচনা করিনি। কেননা এর মধ্যে এখন পর্যন্ত তেল-ডিজেলের দাম বাড়ে নাই। সরকারিভাবেই ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন নাই। জেলা প্রশাসক যেভাবে এটা করছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, গণবিরোধী ও এটা নিন্দনীয়।

যাত্রী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব বলেন, প্রথমেই ভাড়া বাড়ানোর বিষয়ে তীব্র নিন্দা জানাই। আমাদের যাত্রী অধিকার ফোরামকে একদম লাস্ট মোমেন্টে এই মিটিংয়ের ব্যাপারে জানানো হয়েছে। মিটিংয়ে বাস মালিকদের বিরাট একটি অংশের উপস্থিতি ছিল। তারা অনেকটাই হইহুল্লোড় করে। তারপর ডিসি সাহেব এটার ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করেন। আমরা যাত্রী অধিকারের যারা ওইখানে উপস্থিত ছিলাম কেউই এই সিদ্ধান্তে সম্মতি দেইনি। আমরা ভাড়া ৫০ টাকা যেটা ছিল সেটাই রাখার জন্য বলেছিলাম। আমরা সময় চেয়েছিলাম, বলেছিলাম আগামী নির্বাচন পর্যন্ত ভাড়া এটাই থাকুক। পরে এটা আবার বিবেচনা করা যাবে। জেলা প্রশাসক এটি শোনেনি। সেই আওয়ামী লীগের আমলের পুরনো কিছু আইন-কানুন টেনে এনে জেলা প্রশাসক ভাড়াটা ৫৫ টাকাই ঘোষণা করলেন। তাই আমি বাসদ ও যাত্রী অধিকার ফোরামের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ

জনপ্রিয়