‘শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে’

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তন পরীক্ষণ হলে শ্রমজীবীদের মর্যাদা, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর অন্যতম শীর্ষ নেতা রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপ্রধান অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক টিইউসি নারায়ণগঞ্জ জেলার সভাপতি দুলাল সাহা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৈয়দ হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তবে শ্রমিকদের জীবনযাত্রা ও নিরাপত্তার বিষয়গুলো প্রায়শই অর্থনীতির আলোচনার বাইরে থাকে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রত্যেক শ্রমিকের কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল এবং সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক।”
রাজেকুজ্জামান রতন বলেন, “শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিকের জন্য শ্রম আইন অনুযায়ী সুরক্ষা, সর্বজনীন ন্যূনতম মজুরি, মজুরি পুনর্র্নিধারণ, ক্ষতিপূরণ, বার্ষিক মূল্যস্ফীতি অনুযায়ী মজুরি বৃদ্ধি, আপৎকালীন তহবিল, নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি, স্থায়ী কমিশন প্রতিষ্ঠাসহ নানা সুপারিশ অন্তর্ভুক্ত। এগুলো বাস্তবায়ন না হলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে না।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর এই প্রথম গঠিত শ্রম কমিশনের সুপারিশগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। আমাদের আহ্বান, আসুন শ্রমজীবী মানুষের স্বার্থে একজোট হয়ে লড়াই গড়ে তুলি।”
সভা অনুষ্ঠিত হয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায়।