২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৯, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১০, ১৬ আগস্ট ২০২৫

হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সাবেক কাউন্সিলর হান্নানের সংবাদ সম্মেলন

হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সাবেক কাউন্সিলর হান্নানের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান সরকার শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে হান্নান সরকার লিখিত বক্তব্যে জানান, তিনি একজন ব্যবসায়ী ও ২১নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি বন্দর কেন্দ্রীয় শাহী মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি সমাজসেবামূলক ও ব্যবসায়ীক কাজে জড়িত।

তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষরা বিভিন্ন সময় তার কাজের বিরোধিতা করে আসছে এবং হীন উদ্দেশ্যে তাকে কুদ্দুস হত্যার মামলার সাথে জড়িয়ে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে।

ঘটনার বিবরণে তিনি বলেন, ২০২৫ সালের ২১ জুন সন্ধ্যায় বন্দর বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষের খবর পান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে কুদ্দুস মিয়া নিহত হন। হান্নান সরকার নিশ্চিত করেন, তিনি হত্যার ঘটনায় সম্পৃক্ত নন।

তিনি আরও বলেন, ধৃত জুয়ারী বাবু আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করেছেন এবং হান্নান সরকারের কোনও সংশ্লিষ্টতা নেই। হান্নান সরকার উভয় হত্যার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্তের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য ডালিম প্রধান, রেলী আবাসিক এলাকার সমাজসেবক আব্দুল হান্নান, নাদির আহাম্মেদ সুজন ও নাহিদ হাসান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়