২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৬, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫৮, ২০ আগস্ট ২০২৫

ট্রাক শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিল

ট্রাক শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বাদ আসর ফতুল্লার পঞ্চবটি ট্রাক টার্মিনালে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ, ট্রাক স্ট্যান্ড মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল ভুইয়া, মহানগর বিএনপি নেতা নাজির হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আকতার হোসেন অপু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য সচিব শামীম আহম্মেদ, সদস্য আবুল কালাম হাওলাদার, সাত্তার সেন্টু, কালাম সরদার, আনোয়ার মোল্লা প্রমুখ।

দোয়া মাহফিল শুরুর আগে জাকির খান পঞ্চবটি ট্রাক টার্মিনাল পরিদর্শন করেন এবং শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় শ্রমিকরা তাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন। জাকির খানও শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়