সিদ্ধিরগঞ্জে জাতীয় যুব ফোরামের উদ্যোগে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে জাতীয় যুব ফোরামের উদ্যোগে ও ভিএসও’র (VSO) সহযোগিতায় ধনকুন্ডা পপুলার হাই স্কুলে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র শিক্ষক নেকবর আলী, কোষাধ্যক্ষ নেসার উদ্দিন, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম. বিজয়, জাতীয় যুব ফোরামের জেলা সভাপতি রাকিবুল ইসলাম ইফতি, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর জিয়াসমিন আক্তার রিভা, ইয়ুথ লীড গ্লোবালের মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী হাসান আশিক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সদস্য ও যুব রেড ক্রিসেন্ট উপ-প্রধান (প্রশাসন) শফিকুল ইসলাম, গোদনাইল আলোকিত যুব শক্তি’র সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “ভিএসও ও জাতীয় যুব ফোরাম ৬৪ জেলায় একটি করে মডেল হাই স্কুল প্রতিষ্ঠার যে কর্মসূচি গ্রহণ করেছে তা প্রশংসনীয়। খেলাধুলার সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীরা মানসিক বিকাশে আরও সুযোগ পাবে।”
বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম. বিজয় বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রজীবন থেকেই এ ফোরামের সদস্যরা কাজ করছে। আমি সবসময় তাদের পাশে আছি। সমাজের অবক্ষয় রোধে আমাদের সৃজনশীল কাজ চালিয়ে যেতে হবে।”
শেষে ক্রিকেট ব্যাট, ফুটবল, দড়ি লাফের রোপ, প্যাডেল ডাস্টবিনসহ বিভিন্ন ক্রীড়া ও শিক্ষাসামগ্রী বিদ্যালয়ে হস্তান্তর করা হয়।
এসময় জাতীয় যুব ফোরামের জেলা সভাপতি রাকিবুল ইসলাম ইফতি বলেন, “আমরা সেচ্ছাসেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে কাজ করছি। আগামীতে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, প্রজনন স্বাস্থ্য সচেতনতা ও জৈব সবজি বাগান তৈরিতে কাজ করবো। নারায়ণগঞ্জে একটি মডেল হাই স্কুল, একটি মডেল প্রাইমারি স্কুল এবং একটি মডেল কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা আমাদের লক্ষ্য।”