বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ শহরে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জে আমরা দৃষ্টান্ত সৃষ্টি করেছি যে, কিভাবে সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধে রেখে মানুষ ও সমাজের জন্য কাজ করা যায়। আমরা এই সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে যে সমাজ ব্যবস্থা প্রত্যাশা করি, সেই সমাজ গঠন করতে পারেবো।”
তিনি আরও বলেন, “যুগে যুগে শ্রীকৃষ্ণ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সমাজ সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছেন। আমরা যদি তাঁর দেখানো পথে চলি তবে সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রম ও মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী একনাথানন্দজি মহারাজ। সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।