“আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন দেখতে হবে” শিক্ষার্থীদের মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আপনাদের আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন দেখতে হবে। সমাজকে পাল্টে দেওয়ার জন্য আপনাদের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছে, সেটিকে টেকসই করতে হলে সবসময় সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, গত বছরের ২৪ জুলাইয়ের পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের হাত ধরেই। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষা ও রাষ্ট্র মেরামতের দায়িত্ব তরুণদের কাঁধেই থাকবে। মামুন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পড়াশোনা নয়, পরিবার, সমাজ ও দেশপ্রেম নিয়েও ভাবতে হবে। ধর্মীয়, নৈতিক ও পারিবারিক শিক্ষা ছাড়া প্রকৃত সুশিক্ষা অর্জন সম্ভব নয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সুশিক্ষায় সুপ্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্র আপনাদের মনে রাখবে। জিনিয়াসরাই পারে জিনিয়াসদের মর্যাদা দিতে। আপনারাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।”
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের চুনকা পাঠাগার অডিটোরিয়ামে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, তোলারাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আব্দুস শাকুর মোল্লা প্রমুখ।
এছাড়াও জিনিয়াস স্টুডেন্ট ফোরামের সদস্য আরাফাত বিন আদর, মোহাম্মদ জোবায়ের, রাব্বি, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সানি প্রমুখ উপস্থিত ছিলেন।