জাতীয় যুব ফোরামের উদ্যোগে খেলাধুলার সরঞ্জাম বিতরণ

জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) সকালে ৮৯নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড সচিব মোঃ এস.এ. খান দিপু। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিম, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম. বিজয়, জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, সদস্য আব্দুল্লাহ আল নওফেল, মহিউদ্দিন মেরাজ, আশরাফুল আলম এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিম বলেন, “আমাদের বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও পাঠদান অব্যাহত আছে। সমাজের সকল শ্রেণি-পেশার নাগরিকদের সহযোগিতায় সুন্দর সমাজ গঠনের আশা ব্যক্ত করি। জাতীয় যুব ফোরামের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
ওয়ার্ড সচিব মোঃ এস.এ. খান দিপু বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার করলে শিশুদের প্রতিভা আরও বিকশিত হবে।”
বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম. বিজয় বলেন, “জাতীয় যুব ফোরামের উদ্যোগ প্রশংসার যোগ্য। তারা ৬৪ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ করছে। খেলাধুলার সরঞ্জাম বিতরণ, পুষ্টি বাগান ও প্রজনন স্বাস্থ্য শিক্ষাসহ এই উদ্যোগগুলো সত্যিই উদাহরণস্বরূপ।”
জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি বলেন, “আমাদের কাজ বাস্তবায়নে সহায়তা করার জন্য স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ। ভিএসও কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা। আমরা সেচ্ছাসেবী হিসেবে বিনামূল্যে কাজ করে যাচ্ছি এবং সমাজ উন্নয়নে যুক্ত হতে আগ্রহী সকল সৎ, সাহসী ও সক্রিয় সেচ্ছাসেবীদের আহ্বান জানাই।”