প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে হিরাঝিল এলাকায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, “আমরা যতদিন রাজনীতি করবো, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিএনপির রাজনীতি চালিয়ে যাবো। আগামী ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচিতে আমাদের নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করব। গত ৫ আগস্টের বিজয় র্যালীর ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী আরও বড় আকারে উদযাপন করা হবে, ইনশাআল্লাহ।”
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি একেএম সামসুল হক, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি.এইচ. বাবুল, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরিফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, যুবদল নেতা মাহবুব হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাভেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।