২৫ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৯, ২৪ আগস্ট ২০২৫

বর্ষীয়ান বিএনপি নেতা জামাল উদ্দিন কালুর পাশে এটিএম কামাল

বর্ষীয়ান বিএনপি নেতা জামাল উদ্দিন কালুর পাশে এটিএম কামাল

নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ নেতা জামাল উদ্দিন কালু বলেছেন, “নারায়ণগঞ্জ বিএনপির চরম দুঃসময়ে এটিএম কামালের অবদান ভোলার নয়। দল ও জিয়া পরিবারের জন্য তিনি যেভাবে জীবন বাজি রেখেছিলেন, তা সাধারণ মানুষের মনে গেঁথে আছে। বিএনপির কর্মী-সমর্থকদের হৃদয়ে এটিএম কামালের স্থান সবসময়ই থাকবে।”

রোববার (২৪ আগস্ট) দুপুরে অসুস্থ জামাল উদ্দিন কালুর শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। এসময় জামালের স্ত্রী মহানগর মহিলা দল নেত্রী রাশিদা জামাল ও পুত্র মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জামাল উদ্দিন কালু আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নিকট আমার আকুল আবেদন, যেন খুব দ্রুতই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এটিএম কামালকে পুনরায় দলে ফিরিয়ে আনা হয়। কারণ তিনি দলের পরীক্ষিত একজন কর্মী। বর্তমান পরিস্থিতিতে এমন দলপ্রেমী মানুষের দলে ফিরে আসা অত্যন্ত জরুরি।”

এসময় এটিএম কামাল বলেন, “দলের দুঃসময়ে জামাল উদ্দিন কালু পরিবারের ভূমিকা অনেক বড়। আন্দোলন-সংগ্রামকে সফল করার জন্য কালু ভাইয়ের বাসভবনেই আমাদের গোপন বৈঠক হতো। সে সময় দলের জন্য কালু পরিবার যে ঝুঁকি নিয়েছিলেন, তা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।”

সর্বশেষ

জনপ্রিয়