বকেয়া বেতনের দাবিতে বন্দরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী তারা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষিকা সায়মা খানম গত চার মাস ধরে স্কুলে অনুপস্থিত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাক্সেস পাসওয়ার্ড ও তথ্য হস্তান্তর করেননি। ফলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদার দায়িত্ব নিলেও প্রয়োজনীয় প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারছেন না।
এ কারণে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রক্রিয়া, অনলাইন ভর্তি ও নিশ্চায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমনকি এনটিআরসিএর মাধ্যমে পাঁচজন শিক্ষক নিয়োগের আবেদনও আটকে গেছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এডিসি শিক্ষা নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক ও ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও এখনো কোনো সমাধান হয়নি।
এ অবস্থায় তারা দ্রুত সমস্যা সমাধান ও বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদার, শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক মুক্তি বেগম, তৌহিদুল ইসলাম শুভ, রওশন আরা, উম্মে সালমা, আসমাতুন্নাহা এবং কম্পিউটার অপারেটর তানভিরুল ইসলাম শিমুল।
কর্মসূচিতে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।