ব্যক্তির রাজনীতি নয়, দলের রাজনীতি করতে হবে: শহিদুল ইসলাম টিটু

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, বিএনপিকে ভালোবাসলে ব্যক্তির রাজনীতি না করে মূল ধারার রাজনীতিতে ফিরে আসা উচিত। রোববার (২৪ আগস্ট) বিকেলে ভূঁইগড় ভূঁইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম টিটু বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা বিএনপিকে সত্যিই ভালোবাসে, তারা ভাইয়ের রাজনীতি না করে মূল ধারার রাজনীতিতে ফিরে আসবে। বিএনপি কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কষ্টের গড়া একটি দল। আমাদের সকলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ফতুল্লা থানা বিএনপির কিছু ইউনিয়নের দায়িত্বরত নেতাদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে শোকজ করা হয়েছিল। ২০ দিন অতিবাহিত হলেও তাদের জবাব না দেওয়ায় কিছু নেতাকে পদমুক্ত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. বারী ভূঁইয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, কাশিপুর ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল নেতা ফরিদ আহমেদ এবং জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।