‘দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে জামায়াতে ইসলামী’

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের হীরা ড্রাগন কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক দল। দেশ ও জনগণের কল্যাণে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানেও জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।” তিনি আরও আশ্বাস দেন যে, জামায়াত সর্বদা জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত বদ্ধপরিকর।” এসময় তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এই সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামীক এডুকেশন সোসাইটির পরিচালক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা দেশ ও জাতির উন্নয়নে জামায়াতের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।