২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৪, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৬, ১৯ আগস্ট ২০২৫

বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

বিশ্ব আলোকচিত্র দিবসকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করেছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের ৭ম তলার কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ছবিকে ফ্রেমবন্দি করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ক্ষুদে ফটোগ্রাফার, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় পোর্টফোলিও রিভিউ সেশন। এতে ছবি তোলার কৌশল, খুঁটিনাটি বিষয় এবং সৃজনশীলতা নিয়ে হয় অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় আলোচনা।

একটি ছবি হাজারো শব্দের সমান যা বহন করে এক একটি গল্প। সেই গল্পের সৃষ্টিশীলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে ২০১২ সালে নারায়ণগঞ্জ থেকে শুরু হলেও এখন সেটি দেশ পেরিয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত। যেখানে যুক্ত রয়েছেন দক্ষিণ এশিয়ার স্বনামধন্য ফটোগ্রাফার থেকে শুরু করে বিশ্বব্যাপী কাজ করা ফটোগ্রাফাররা। এর পেছনে রয়েছেন ক্লাবটির কো-ফাউন্ডার- জয় কে রায় চৌধুরী, ইউসুফ শাহরিয়ার মুনতাকিম, এস.এম. কাকন।

এর মধ্যে দেশের গ-ি পেরিয়ে তাদের ক্লাব সদস্যদের তোলা ছবি প্রদর্শনী হয়েছে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।

সে ধারাবাহিকতায় বিশ্ব আলোকচিত্র দিবসে বিভিন্ন স্কুলের প্রায় ৩৫ জন শিক্ষার্থী প্রত্যেকে তাদের তোলা ছবি নিয়ে পোর্টফোলিও রিভিউতে অংশ নিয়ে ছবিগুলোর বিষয়ে রিভিউসহ ছবি তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন পেশাদার আলোকচিত্রী বশির আহমেদ সুজন, সাহেলা উমামা, রাজন কে দে, শুভ্রবানীসহ অন্যান্যরা।

ব্যবস্থাপনায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট সৌমিক দাস, সৈকত পামির, মনিরুজ্জামান আপন, সুমন আহমেদ, সৌরভ কর, সানন্দা ভাবনা, ফারহা দিবা, পিয়াস আহমেদ, মুস্তাকিম মুকুট, জনি হোসেনসহ ক্লাবটির সদস্যরা।

স্মার্টফোন বা ক্যামেরার মাধ্যমে প্রত্যেকেই এখন মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে পারে। তবে একজন দক্ষ আলোকচিত্রীর চোখে সাধারণ দৃশ্যও অসাধারণ হয়ে ওঠে। আর সেই সৃজনশীল দৃষ্টিকে আরো এগিয়ে নিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, ছবি একটা প্রেক্ষাপটকে অঙ্কণ করে, চিন্তার দৃষ্টিকোণকে নির্দেশ করে। বদলে ফেলতে পারে চিন্তার পটভূমি। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু অনুশীলনের মাধ্যমে এই প্রতিভাকে আরও বিকশিত করতে আমাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব।

এ বিষয়ে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ইউসুফ শাহরিয়ার মুনতাকিন বলেন, “প্রত্যেকটা ছবি তার নিজস্ব অর্থ বহন করে এবং তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই প্রচেষ্টা। ফটোগ্রাফারদের পাশে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

পোর্টফোলিও রিভিউয়ের পাশাপাশি নবীন ও প্রবীণ আলোকচিত্রীরা একত্রিত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আলোকচিত্র শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়