১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩১, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৮, ৯ নভেম্বর ২০২৫

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘সিএসই ফেস্ট’

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘সিএসই ফেস্ট’

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২৫-এর দ্বিতীয় দিন। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘সিএসই ফেস্ট ডিসকাশন’-এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। আলোচনায় বক্তারা প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে তুলতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘একাডেমিক এক্সেলেন্স’, ‘প্রোগ্রামিং এক্সেলেন্স’, ‘কালচারাল এক্সেলেন্স’ ও ‘স্পোর্টস এক্সেলেন্স’সহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার।

ইন্ট্রা ডিপার্টমেন্টাল প্রোগ্রামিং কনটেস্ট (IDPC)-এ চ্যাম্পিয়ন হয় টিম “X”, যার সদস্যরা হলেন A, B এবং C। RPSU ট্যালেন্ট হান্ট-এ প্রথম স্থান অর্জন করেন সিএসই-২৬ ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান মাহমুদ আলিফ। দ্বিতীয় হন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মাহবুবা খানম রোজা এবং তৃতীয় হন সিএসই-৩০ ব্যাচের শিক্ষার্থী নাফিউল আলম। প্রজেক্ট শোকেসিং-এ প্রথম স্থান অর্জন করে সিএসই-২৬ ব্যাচের মো. ইমরান মাহমুদ আলিফ ও জাহিদুল ইসলাম মেহেদীর দল।

পুরস্কার বিতরণের পর ক্যাম্পাসজুড়ে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের গান, নৃত্য ও নাট্য পরিবেশনায় মুখরিত থাকে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিকেলে আয়োজিত হয় সালমান শাহ স্মরণে র‌্যাম্প শো এবং বহুল প্রতীক্ষিত “CSE Rocks Concert”।

দিনটির সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল দেশের প্রথম বিষ্ণুপ্রিয়া মনিপুরী ব্যান্ড ‘মিঙাল’-এর পরিবেশনা। তারা দেশীয় ও মনিপুরী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া জনপ্রিয় গায়ক দিপু ও তার দল প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা উপহার দেন, যা দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে।

উৎসবটি সফলভাবে আয়োজন করা হয় πMATH Learning Hub, KRY International, Bangla Innovators এবং 360° Pathshala.com-এর সহযোগিতায়।

দুই দিনব্যাপী পঞ্চম অধিবেশনের এই সিএসই ফেস্ট-২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও দলগত কর্মস্পৃহা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সর্বশেষ

জনপ্রিয়