১৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১৭ নভেম্বর ২০২৫

মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল।

প্রধান অতিথি হালিম জুয়েল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মাদ্রাসায় লেখাপড়া করার সময় শিক্ষকদের সম্মান করবে, যেমন তোমরা মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। এলাকার মুরুব্বিদেরও সম্মান করবে। এভাবে চলাফেরা করলে মাদ্রাসার মান ও সম্মান বৃদ্ধি পাবে।”

তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, “মনযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, নেশা থেকে দূরে থাকবে এবং খেলাধুলায় অংশগ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “মাদ্রাসা থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজকের পুরস্কার বিতরণ মেধার ভিত্তিতে করা হয়েছে। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতেও যারা ভালোভাবে পড়াশোনা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুর হোসেন, মোহাম্মদ নুর উদ্দিন, অভিভাবক প্রতিনিধি জিয়াউল হক, আব্দুল হালিম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি আবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মীর হোসাইন, মুহাম্মদ সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, নাজিম উদ্দিন ও রুবেল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শরীফ মুহাম্মদ ইউনুছ।

সর্বশেষ

জনপ্রিয়