‘তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নিরাপদ-উন্নত সোনারগাঁ গড়ে তুলতে চাই’
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় গোলাম মসিহ বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকাকে চাঁদাবাজি ও যানজটমুক্ত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। এই এলাকা সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সোনারগাঁ গড়ে তুলতে চাই।”
গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে মাওলানা ছানাউল্লাহ নূরী, ফারুক আহমাদ মুন্সী, মাওলানা আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





































