১৯ মামলার আসামি টাইগার মোমেন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৯টির বেশি মামলার আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মোমেন ওরফে টাইগার মোমেন (৪০), সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার হাজী মো. আমির আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ডিবি জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ থানা এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টিরও বেশি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





































