না ফেরার দেশে জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী
জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী ইন্তেকাল করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মোহর আলী চৌধুরী দীর্ঘদিন শহর সমাজসেবা কার্যালয় প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের সভাপতি ও প্রধান উপদেষ্টা, এডাব নারায়ণগঞ্জ জেলা এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর দেওভোগ মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।





































