নারায়ণগঞ্জ-৪: বাসদ প্রার্থী সেলিম মাহমুদের পথসভা ও গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনের বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী গুদারাঘাট, বাজার ও মধ্যপাড়া এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এস এম কাদির, ফতুল্লা নেতা জামাল হোসেন, মোসলে উদ্দিন, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদ, বেলাল ওহাসেসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগে সেলিম মাহমুদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার সাথে পুরো দেশের মানুষ জড়িত। তাই নির্বাচন প্রক্রিয়া যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। ইতোমধ্যেই দেখা যাচ্ছে অনেকে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসন নীরব রয়েছে, যা আমাদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”





































