২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২২, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচিত হলে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকবে না: কাসেমী

নির্বাচিত হলে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকবে না: কাসেমী

বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাই ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকেই সচেতন ও সতর্ক হতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সস্তাপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে যে নির্যাতন ও নিষ্পেষণ চালানো হয়েছে, সেই ফ্যাসিবাদ যেন নতুন মুখোশ পরে আবার ফিরে আসতে না পারে—এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আজ আমাদের সামনে একটি সোনালি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।”

তোহিদ মাহমুদের সঞ্চালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

কাসেমী বলেন, “আগামী ১২ তারিখ এ এলাকার মানুষ—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সঠিক সিদ্ধান্ত নিলে জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকবে না। তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশে রূপান্তরিত হবে দেশ। সঠিক সিদ্ধান্ত হলো—সারা বাংলায় ধানের শীষকে বিজয়ী করা এবং চারটি আসনে ধানের শীষের সঙ্গে খেজুর গাছকে বিজয়ী করা। ফতুল্লায় আমাদের সিদ্ধান্ত একটাই—সিল মারো খেজুর গাছে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ১২ তারিখ সতর্কতার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট প্রদান শেষে গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, “এই নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের বার্তা একটাই—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”

তিনি বলেন, “মুফতি মনির হোসাইন কাসেমী একজন সৎ ও ত্যাগী নেতা। বিনা অপরাধে তিন বছর কারাবরণ করেছেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করবো।”

তিনি মা-বোনদের সতর্ক করে বলেন, “কিছু মানুষ সাহায্যের নামে জমানো মুষ্টি চাউলের টাকা তুলে রাজনৈতিক ষড়যন্ত্রে ব্যবহার করছে। এতে সওয়াব নেই, বরং গুনাহ হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে নাজমুল হক বলেন, “খেজুর গাছে ভোট দিলে যোগ হবে ধানের শীষে। ধানের শীষে ভোট পড়লেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিছু বহিস্কৃত নেতা মানুষকে বিভ্রান্ত করছে, এটি সুস্পষ্ট প্রতারণা।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়