বন্দরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদির (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাদির বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর মাধবপাশা এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া মোড় সংলগ্ন সেলিম মিয়ার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কাদিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত কাদিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বন্দর থানা পুলিশ আরও জানায়, কাদির দীর্ঘদিন ধরে মাধবপাশা, কান্দিপাড়া এলাকাসহ বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।





































