ভোরের সময়ের সেরা সাংবাদিক সম্মাননা পেলেন বিদ্যুৎ
জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালবেলা পুরান পল্টনের ৫১/৫১ নম্বর ভোরের সময় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পুরান পল্টন মেইন রোডে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন পত্রিকার প্রধান সম্পাদক মো. হাবিবুর রহমান।
পরবর্তীতে বিকাল ৩টায় ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের ষষ্ঠ তলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক ভোরের সময় পত্রিকার প্রকাশক রিনা বেগম এবং সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের মহাসচিব মো. ইউনুস সোহাগ।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী রিপোর্টিং ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে দৈনিক ভোরের সময় পত্রিকার সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সাবেক বিচারপতি সিকদার মকবুল হক তার হাতে এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।





































