২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৬, ২৬ জানুয়ারি ২০২৬

বিএনপি জোট প্রার্থী কাসেমীর সঙ্গে জেলা প্রচার দলের সাক্ষাৎ

বিএনপি জোট প্রার্থী কাসেমীর সঙ্গে জেলা প্রচার দলের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য প্রার্থী মনির হোসাইন কাসেমী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রচার দলের নেতৃবৃন্দ।

শনিবার (২১ জানুয়ারি) বিএনপির জোট প্রার্থী ও স্থানীয় নেতাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি কামরুল হাসান মিসু ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রচারণা টিমের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি ও যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বাপ্পি, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তারেক রহমান ও ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ইফতি, প্রচার সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক আল হাসান হৃদয় এবং যুবদল নেতা মোহাম্মদ আলী রতন।

সর্বশেষ

জনপ্রিয়