শব্দ দূষণ করায় জরিমানা, হর্ন জব্দ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দ দূষণকারী চারটি যানবাহনের কাছ থেকে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় চারটি হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































