নারায়ণগঞ্জ-৩:
মানুষ বারবার প্রতিশ্রুতি পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি: অঞ্জন দাস
গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণসংযোগ কর্মসূচি তাঁতখানা এলাকা থেকে শুরু হয়ে বৌ বাজার, ক্যানেল পাড় ও লাকি বাজার ঘুরে জাল্লা পাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগে অঞ্জন দাস বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষ বারবার প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু বাস্তব পরিবর্তন পায়নি। শ্রমিকের ন্যায্য মজুরি, যুবকদের কর্মসংস্থান, বাজারের লাগামহীন দ্রব্যমূল্য ও নাগরিক সেবার দুরবস্থার দায় এই ব্যবস্থার। এই অবস্থা বদলাতে হলে বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই, ভোটের দিনে মাথাল মার্কায় ভোট দিয়ে শোষণ-বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে রায় দিন।”
তিনি আরও বলেন, জনগণের শক্তিতেই নারায়ণগঞ্জে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও মানুষের পক্ষে কথা বলা রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
গণসংযোগে শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, নারী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারা জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট, বাজার নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন।





































